র্তা—টি-টোয়েন্টিতে এখনও ছন্দে ফিরতে পারেনি লিটন দাসের দল।
আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ। সামনে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। হারলেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত হবে শ্রীলংকার নামে।
বাংলাদেশের সাম্প্রতিক টি-টোয়েন্টি পারফরম্যান্সও আশার আলো দেখাচ্ছে না। আমিরাতের কাছে সিরিজ হার, পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের পর এবার শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচ হেরেই পিছিয়ে পড়েছে দল। শেষ ছয় ম্যাচে একটি জয়ও নেই টাইগারদের।
এই ছয় ম্যাচে সমস্যাটা একদম গোড়া থেকেই—ব্যাটিং-বোলিং দুটোই। ব্যাটাররা হয় রান পাচ্ছেন না, কিংবা ধীরগতির ব্যাটিংয়ে দলের বিপদ বাড়াচ্ছেন। বোলাররাও উইকেট তুলতে পারছেন না কিংবা দিচ্ছেন অতিরিক্ত রান।
ডাম্বুলায় প্রথম ম্যাচে পাওয়ারপ্লেতেই বাংলাদেশ হজম করেছে ৮৩ রান! শুরুতেই খেই হারিয়ে ফেলে বোলিং ইউনিট। ব্যাটিংয়েও প্রায় তিন বছর পর টি-টোয়েন্টিতে ফেরা নাঈম শেখ এবং মেহেদী হাসান মিরাজ ওয়ানডে মেজাজে ব্যাট করেন। রান তুলেছেন পারভেজ হোসেন ইমন, তবে বাকিরা তেমন কিছু করতে পারেননি।
এমন পারফরম্যান্সের পরেও বাংলাদেশ আজ দ্বিতীয় ম্যাচে একই একাদশ নিয়ে মাঠে নামতে পারে বলে আভাস মিলেছে। অর্থাৎ, দল ম্যানেজমেন্ট ব্যর্থদের উপরেই আবার ভরসা রাখতে যাচ্ছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দীন।
বাংলাদেশের সামনে এখন শুধু সিরিজ বাঁচানোর নয়, আত্মবিশ্বাস ফেরানোরও বড় সুযোগ। দ্বিতীয় ম্যাচে জয় না পেলে শুধুই সিরিজ হার নয়, মানসিকভাবে আরও এক ধাক্কা খেতে হবে দলকে।

0 Comments