Header Ads Widget

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: ট্রাম্পের নতুন হুঁশিয়ারি

 


মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার আঁচ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে নিয়ে দিয়েছেন নতুন হুঁশিয়ারি। তার বক্তব্যে উঠে এসেছে—ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোয়, তাহলে আবারও সামরিক হামলার মুখোমুখি হতে পারে তারা।

এক সংবাদ সম্মেলনে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম হয় এবং তা অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছায়, তাহলে যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না। তার ভাষায়, "অবশ্যই আমরা পদক্ষেপ নেব, এতে কোনো সন্দেহ নেই।"

পূর্বের ঘটনা ঘেঁটে দেখা যায়, গত ২১ জুন যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল। এর আগেও ১৩ জুন ইসরাইল হামলা শুরু করলে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে পাল্টাপাল্টি হামলা চলতে থাকে। এমন পরিস্থিতিতে ইরানের ওপর চাপ আরও বেড়ে যায়।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ২৩ জুন। ওইদিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরাইল সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। ট্রাম্পের মতে, সেই মুহূর্তে সংঘাত থামানোটাই ছিল সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

যদিও ট্রাম্পের ভাষায়, "বর্তমানে ইরান কিছু সমৃদ্ধ করতে চাচ্ছে না, তারা শুধু নিজেদের সামলাতে চাইছে।" তবে তিনি ভবিষ্যতের জন্য এক ধরনের সম্ভাবনার কথাও জানিয়েছেন। তার মতে, "একসময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক তৈরি হতে পারে।"

এই মন্তব্যগুলো আবারও মনে করিয়ে দেয়—আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সব সময়ই ছিল টানাপোড়েনপূর্ণ। বিশেষ করে পারমাণবিক ইস্যুতে দুই দেশের অবস্থান বরাবরই বিপরীতমুখী।

Post a Comment

0 Comments